২০০৫ সালের ২৯ অক্টোবর, এক সুন্দর শনিবার বিকেলে খালিশপুরের ফেয়ার ক্লিনিকে আমার জন্ম হয়। সময়টা ছিল পবিত্র রমজান মাসের ২৬তম দিন — এক মহিমান্বিত সন্ধ্যা, যখন আকাশে আলো-অন্ধকারের খেলা আর মসজিদে মসজিদে ইফতারের প্রস্তুতি চলছিল। সেই পবিত্র সময়ে আমি এই পৃথিবীর আলো দেখি।
আমার পরিচয়ের পেছনের গল্প
রমজানের পবিত্র ছায়ায় জন্ম আমার। ত্যাগ আর আত্মসংযমের সেই মাসে পৃথিবীর আলো দেখেছিলাম বলে, আমার মামা আদর করে নাম রাখেন সিয়াম — যার অর্থই হলো ‘ত্যাগ’।
নামটির মধ্যেই তিনি রমজানের মহিমা আর নিঃস্বার্থতা খুঁজে পেয়েছিলেন।
এরপর আমার প্রিয় দাদা,ভালোবেসে আমার নাম রাখেন তামিম। যতদিন তিনি বেঁচে ছিলেন, গভীর স্নেহে তিনি আমায় তামিম বলেই ডাকতেন। তাঁর মৃত্যুর পর ধীরে ধীরে সে নামটা যেন বিস্মৃতির ধুলোয় ঢাকা পড়ে যায়। এখন আর কেউ তামিম বলে ডাকে না।
আমি মীর বংশের সন্তান। সে সূত্র ধরেই আমার পূর্ণ নাম হয় — মীর সিয়াম আহমেদ তামিম। যদিও নামের শেষ অংশটি আজ প্রায় বিলুপ্তির পথে, তবুও তার মাঝে জড়িয়ে আছে এক সময়ের গভীর ভালোবাসা, স্মৃতি আর আত্মপরিচয়ের এক নীরব ইতিহাস।